কালের কন্ঠ শুভসংঘ টঙ্গী থানা শাখার উদ্দ্যোগে দুইদিন ব্যাপী চলছে সদস্য সংগ্রহ। টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের মাঠে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলে প্রথম দিনের কার্যক্রম। প্রথম দিনে টঙ্গী পাইলট স্কুল থেকে সদস্য নেয়া হচ্ছে, যারা টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের শাখা নিয়ে কাজ করবে। প্রথম দিনে সর্বমোট ৪৮ জন নিবন্ধন করে, যার মাঝে ১৯ জন মেয়ে শিক্ষার্থী ও ২৯ জন ছেলে শিক্ষার্থী ছিলেন।
সদস্য সংগ্রহ কার্যক্রমে উপস্থিত ছিলেন টঙ্গী থানা শাখার সভাপতি আবু সালেহ মুসা, সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক নুসরাত জাহান নওরিন, প্রচার সম্পাদক তাসনিম জাহান নওশিন।