আবু সালেহ মুসা
করোনা মহামারীর ছোবলের পর এই প্রথম প্রতীতি বিতর্ক সংঘ এর মাধ্যমে আত্মপ্রকাশ করলো চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজ ডিবেট ক্লাব। প্রতিষ্ঠানের প্রাক্তন সদস্য ও ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য আফরিন জাহান মীমের নেতৃত্বে ১৮ জন সদস্য যুক্ত হয়েছিলো এ সেশনে। পরে মডারেটর আজাদ স্যারের নেতৃত্বে আরো বেশ কয়েকজন যুক্ত এ সেশনে।
সেশনের প্রথম পর্বে প্রতীতি বিতর্ক সংঘ এর সভাপতি মীর পারভেজ বিতর্কের উপকারীতা বিষয়ক বক্তব্য দেন। পরের ধাপে সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক হেদায়েত হোসেন সনাতনী বিতর্কের উপর শিক্ষাদান করেন এবং সবশেষে সংগঠনের উপদেষ্টা আবু সালেহ মুসা প্রতীতি বিতর্ক সংঘ এর উপর আলোকপাত করেন।