সামাজিক দায়বদ্ধতা নিয়ে বরাবরই সমাজে আলোর ছটা দিয়ে যাচ্ছে কালের কণ্ঠ শুভসংঘ। সেই দায়বদ্ধতার অংশ হিসেবে প্রতিটি জেলা, উপজেলা, প্রাতিষ্ঠানিক শাখাই কাজ করে যাচ্ছে। শীতে ছিন্নমূলের স্বাস্থ্যসচেতনায় এবার এগিয়ে এসেছে টঙ্গী থানা শাখার শুভসংঘের বন্ধুরা।
টঙ্গী কলেজ গেটের ফুটপাতে প্রতিদিনই দেখা মিলতে অর্ধশত ছিন্নমূল পথশিশুর। সেই সাথে রয়েছে কয়েকজন বৃদ্ধ ভিক্ষুক। যেহেতু টঙ্গীর ব্যস্ততম শহরের মাঝে অন্যতম কলেজ গেট আর এখানেই অবস্থান টঙ্গী পাইলট স্কুল, টঙ্গী সরকারি কলেজ, সফিউদ্দিন স্কুল, স্কলার্স কলেজ, নিউ ব্লোন স্কুল। সাথে রয়েছে অভিজাত আবাসিক এলাকা। তাই এখানে ছিন্নমূলদের আনাগোনাও বেশি। একটু সাহায্যর জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকা তাদের। তাদের ডাকে সাড়া দিয়েই ঠোট ও ত্বকের সুরক্ষায় লিপজেল ও ভ্যাসলিন বিতরণ করলো কালের কণ্ঠ শুভসংঘ টঙ্গী থানা শাখার সদস্যরা।
১৯শে ডিসেম্বর ২০২২, রোজ সোমবার বিকেল ৪ টার সময় টঙ্গী সরকারি কলেজ মাঠে টঙ্গী শাখার সভাপতি আবু সালেহ মুসা, প্রচার সম্পাদক তাসনিম জাহান নওশিন, যোগাযোগ সম্পাদক মেহেদী হাসান, এছাড়া অন্যান্য সদস্যের মাঝে উপস্থিত ছিলেন হোসনে আরা ভুইয়া, মেহনাজ আফরিন, হালিমা আক্তার মিলি, মাহিয়া আক্তার রজনী, মোঃ মেহেদী হাসান শ্রাবণ।
এছাড়া ও শীত সুরক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশা নিধন নিয়ে সচেতনতামূলক পরার্মশ দেয়া হয়।