সাব্বির হোসেন, টাংগাইল প্রতিনিধিঃ
মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তালতলা বাজারে পঞ্চাশ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি কে আটক করে এলাকাবাসী। বৃস্পতিবার (০৭-০৪-২০২২) দিবাগত রাতে তিন মাদক কারবারি কে আটক করে গন ধূলায় দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে এলাকাবাসী।
আটককৃতরা হলেন, উপজেলা সখিপুরের হাতিবান্ধা ইউনিয়নের কাজীপাড়া গ্রামের সাইজুদ্দিনের ছেলে সাহাদাত হোসেন (২৬), কুড়ি গ্রাম জেলার ফুলবাড়িয়া উপজেলার আজুয়াতারি ৭ নং ওয়ার্ড কাশিয়া বাড়ির নুরু ইসলামের দুই ছেলে মামুন আলী (১৯), মিজানুর ইসলাম (২৮), তারা টাংগাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল তেলিপাড়া ফজলের বাড়িতে বাসা ভাড়া থাকে।
এ বিষয়ে বাঁশতৈল ফাঁড়ির এস আই সুরুজ জামান বলেন, তিন জন কে জেল হাজত দিয়েছি। তাঁরা মাদক মামলায় তদন্তাধীন অবস্থায় আছে।