সাব্বির হোসেন, টাংগাইল প্রতিনিধিঃ
মির্জাপুর উপজেলার হাঁটুভাঙা বাজারের উত্তর পাশে বেলতৈল এলাকায় বাস ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ ছেলেকে মৃত ঘোষণা করেন। নিহত ছেলে আজিম উদ্দিন (২০), পিতাঃ রফিকুল ইসলাম, গুরুতর আহত বাবা রফিকুল ইসলাম (৪৫), পিতাঃ মৃত হাসেন আলী সাং: বেলতৈল উত্তর পাড়া, থানাঃ মির্জাপুর, জেলাঃ টাঙ্গাইল। বাসের ড্রাইভার ও হেল্পার পলাতক। দূর্ঘটনাটি ঘটে আজ সোমবার (২০ ই ডিসেম্বর) বিকাল ৫ টায়।
এ বিষয়ে উপজেলার দেওহাটা পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ আইয়ুব হোসেন বলেন, বাস ও মোটরসাইকেল আটক করা হয়েছে, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।