সাব্বির হোসেন, টাংগাইল প্রতিনিধিঃ
মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুর রাজ্জাক বি এস সি,র বাড়ির সামনে আজ (৩০ অক্টোবর) রবিবার ৭১’র মহান মুক্তিযুদ্ধের শহীদ স্মরণে স্মৃতি ফলকের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আলোচনা সভা করা হয়।
বাঁশতৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নূরুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মির্জাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান, মির্জাপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি মীর শরিফ মাহমুদ, সাধারণত সম্পাদক তাহরীম হোসেন সিমান্ত, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জহির, সহ-সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইকবাল ,সহ-সভাপতি মনজুরুল কাদের বাবুল, জেলা পরিষদের সাবেক সদস্য বাবুল হোসেন, বাঁশতৈল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হেলাল উদ্দিন দেওয়ান, বাঁশতৈল মুনশুর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরান হোসাইন মাস্টার, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মাস্টার, বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহারুল ইসলাম, বাঁশতৈল ইউনিয়নের সাবেক যুবলীগের সভাপতি জাকির হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি লুৎফর রহমান কলিং, সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলু, কৃষক লীগের সভাপতি ওমর সিকদার, সাঃ আছান উদ্দিন, অত্র ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানসহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
মির্জাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, দেশের সম্পদ রক্ষার্থে সকলেই বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন, অনেক রাস্তার নামকরণ বীর মুক্তিযোদ্ধের নামে হচ্ছে তারি ধারাবাহিকতায় মির্জাপুরেই বিভিন্ন রাস্তার নামকরণ বীর মুক্তিযোদ্ধের নামে হচ্ছে এবং হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধার সন্তান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সেলিম।