মির্জাপুরে মামলা বাজ এডভোকেট জমি দখলের চেস্ট মামলার পর মামলা অসহায় মানুষদের

0
244
মির্জাপুরে মামলা বাজ এডভোকেট জমি দখলের চেস্ট মামলার পর মামলা অসহায় মানুষদের

নিউজ ডেস্কঃ

মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত আরমান আলীর মেঝো ছেলে এডভোকেট শাহজাহান জমি বিক্রি করে আবার জমি দখল করার চেষ্টা। এডভোকেট শাহজাহান তালতলার এছাক মিয়ার কাছে জমি বিক্রি করে আবার জমি দখলের জন্য মামলা করে আসছে এছাক মিয়ার পরিবারের সকল সদস্যদের নামে। এছাক মিয়া কিছু দিন আগে জমিতে চারা রোপণ করে। শাহজাহানের স্ত্রী রিনা খান, মেয়ে সাদিয়া জাহান কনক, ছেলে মেহরাব রাফি সেই চারা চুরি করে উঠিয়ে নিয়ে যায়। কেউ কিছু বললে মামলার ভয় দেখানো হয়। এডভোকেট শাহজাহানের মেয়ে সাদিয়া জাহান কনক স্বামীর বাড়ি থেকে মাঝে মাঝে বাবার বাড়ি এসে বিভিন্ন মানুষের নামে মামলার ভয় দেখায়, আমার বাবা একজন এডভোকেট আমি কি করতে পারি জানিস না। তার ছোট ভাই মেহরাব রাফি টাংগাইল থেকে সন্ত্রাসী বাহিনী নিয়ে আসে জমি দখল করার জন্য, কেউ কিছু বললে আবার মামলার ভয় দেখানো হয়।

মির্জাপুরে মামলা বাজ এডভোকেট জমি দখলের চেস্ট মামলার পর মামলা অসহায় মানুষদের

এলাকাবাসী বলেন, এডভোকেট শাহজাহান এলাকার অসহায় মানুষের ভয়বিতি দেখিয়ে জমি দখলের জন্য মামলা করে। এডভোকেট শাহজাহানের ছোট ভাইয়ের নামে দীর্ঘদিন ধরে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেছে।

এছাক মিয়া বলেন, আমি এডভোকেট শাহজাহানের কাছে থেকে জমি কিনছি, আবার এডভোকেটেই জমি দখল করে আমার সপরিবারের নামে মামলা করে আসছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও এলাকাবাসীর কাছে সুষ্ঠ বিচারের দাবী চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here