আবু সালেহ মুসাঃ
করোনাকালীন সময়ে প্রতিষ্ঠিত হওয়া প্রতীতি বিতর্ক সংঘের এবারের অধিবেশনস্থল ছিলো গাজীপুরের রাজেন্দ্রপুরের ইকবাল সিদ্দিকী কলেজ।
ছায়াঘেরা পরিবেশে রাজেন্দ্রপুরের ইকবাল সিদ্দিকী কলেজে প্রায় দুই শতাধিক আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে ইকবাল সিদ্দিকী কলেজের মিলনায়তনে আজ বৃহস্পতিবার অধিবেশন করলো প্রতীতি বিতর্ক সংঘ। স্কুল কলেজ খোলার পর থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়া শুরু করে প্রতীতি বিতর্ক সংঘ। তারই ধারাবাহিকতায় ৪র্থ প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রতীতি বিতর্ক সংঘ তে যুক্ত হলো ইকবাল সিদ্দিকী কলেজ। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন সহকারী অধ্যক্ষ।। বিতর্কের লক্ষ্য,উদ্দেশ্য ও প্রকারভেদ নিয়ে আলোকপাত করেন প্রতীতি বিতর্ক সংঘ এর উপদেষ্টা আবু সালেহ মুসা ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রতীতি বিতর্ক সংঘ এর সাংগঠনিক সম্পাদক মোঃ মুমিন হোসেন।
সর্বমোট ৯ টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতীতি বিতর্ক সংঘ তে যুক্ত হলেও অধিবেশন শুরু করেছে এখন পর্যন্ত ৪ টি শিক্ষাপ্রতিষ্ঠান। আশা করা হচ্ছে খুব শীঘ্রই ১৬ টি প্রতিষ্ঠান যুক্ত হবে তাদের সাথে।