প্রতীতি বিতর্ক সংঘ এর ২ বছর পূর্তি

0
208
প্রতীতি বিতর্ক সংঘ এর ২ বছর পূর্তি
প্রতীতি বিতর্ক সংঘ এর ২ বছর পূর্তি

আবু সালেহ মুসাঃ

করোনাকালীন সময়ে প্রতিষ্ঠিত হওয়া বিতর্ক ক্লাবগুলোর ভিতরে সর্বোচ্চ শক্ত অবস্থানে রয়েছে প্রতীতি বিতর্ক সংঘ। বিশ্বাসকে পুঁজি করে আজ তারা পদার্পণ করলো ৩ বছরে।

মাত্র ২ বছরে পেজ, ফেসবুক গ্রুপ, বিভিন্ন জাতীয় বিতর্কতে ঈর্শ্বনীয় সাফল্য অর্জন করেছে ক্লাবটি। ইতোমধ্যে ৮ টি জেলা থেকে সদস্য সংগ্রহ করেছে তারা, ১৪ টি অনুষ্ঠান আয়োজন করেছে, ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে, আগামীতে আরো ২১ টি কে সংযুক্ত করার চেষ্টা চলছে। ২ বছর পূর্তিতে ক্লাবটিকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ইডেন মহিলা ডিবেটিং ক্লাবের সভাপতি হাজেরা সুলতানা, স্টামফোর্ড ডিবেট ফোরামের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মুন্না, কুমিল্লা ডিবেট ফেডারেশনের তরিকুল ইসলাম, মাগুরা পলিটেকনিক ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি মোঃ রায়হান মিয়া, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর ডিবেট ক্লাবের সাবেক সভাপতি তাসনিয়া নিশাত মীম, প্রাইমেশিয়া ডিবেটিং ক্লাবের সভাপতি প্রিয়া দেব, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোল্ড বাংলাদেশ এর মডারেটর তাসমিয়া হক। খুলনা বিশ্ববিদ্যালয় নৈয়ায়িক এর সাবেক সহ সভাপতি ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর কো-চেয়ারম্যান উসামা রাশেদ, এসইউবি পিডিএফের দপ্তর সম্পাদক মারিয়াম বিনতে মহসীন, ক্যাম্ব্রিয়ান ডিবেটিং সোসাইটির সাবেক বিতার্কিক আনিকা তানজুম শান্তা, সাংবাদিক ও ব্লগার এবং কালের কন্ঠ শুভসংঘ গাজীপুর জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, সরকারি তিতুমীর কলেজ ডিবেটিং ক্লাবের ক্যারিয়ার ও কর্মশালা পরিচালক ও ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ এর উপ পরিচালক মাইমুনা মোস্তফা মুনা।

আগামী ২৫ তারিখ নতুন কমিটি দায়িত্ব পালনের মধ্য দিয়ে নতুন করে এক ইতিহাসের পথচলা শুরু সেই প্রত্যয় ব্যক্ত করলেন সংগঠনের সফল সভাপতি মীর পারভেজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here