ওবাইদুল ইসলাম রাসেলঃ গত বৃহস্পতিবার ২৭ জানুয়ারী ২০২২ প্রতি বছরের মতো এ বছর ও আয়োজন হয়েছে প্রতীতি বিতর্ক সংঘ এর বার্ষিক পুরস্কার বিতরণ উৎসব-২০২১। “বিতর্কের চর্চা ছড়িয়ে পড়ুক সবার মাঝে, যুক্তিতে গড়বো সমাজ, প্রতীতি সবার তরে” এই স্লোগান এ বিশ্বাস করে প্রতীতি বিতর্ক সংঘ এর সকল বিতার্কিক প্রেমিককে সাথে নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে প্রতীতি বিতর্ক সংঘ। অনুষ্ঠানে ছিল আলোচনা, পুরস্কার বিতরণ, উপহার সামগ্রী বিতরণ ও রসনাবিলাস।
প্রতীতি বিতর্ক সংঘ হতে আয়োজিত এই বার্ষিক পুরস্কার বিতরণ উৎসবে উপস্থিত ছিলেন: প্রধান অতিথিঃ জনাব, আলাউদ্দিন মিয়া, অধ্যক্ষ – টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ, উপদেষ্টা – কালের কন্ঠ, শুভসংঘ, টঙ্গী থানা শাখা। সভাপতিত্ব করেনঃ মীর পারভেজ, সভাপতি – প্রতীতি বিতর্ক সংঘ, শিক্ষাণবীশ আইনজীবী – গাজীপুর জজ কোর্ট। প্রধান বক্তা: আবু সালেহ মুসা, উপদেষ্টা – প্রতীতি বিতর্ক সংঘ, জিএসই – ব্র্যাক ব্যাংক লিঃ। বিশেষ অতিথি হিসাবে ছিলেন: ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন, চেয়ারম্যান – হাজী কছিমউদ্দিন ফাউন্ডেশন, সভাপতি – টঙ্গী থানা প্রেসক্লাব, গাজীপুর সিটি রিপোর্টার – দৈনিক যুগান্তর। বিল্লাল হোসেন মোল্লা, গাজীপুর মহানগর যুবলীগ। জাকারিয়া জামান, পরিচালক – কালের কন্ঠ শুভসংঘ। জেসমিন ইসলাম, সমাজসেবক ও সংগঠক। শরীফ আহমেদ শামীম, স্টাফ রিপোর্টার -গাজীপুর জেলা, দৈনিক কালের কন্ঠ, উপদেষ্টা – কালের কন্ঠ শুভসংঘ, গাজীপুর জেলা শাখা।
আমন্ত্রিত অতিথিঃ মোঃ মাহবুবুল আলম, টঙ্গী থানা রিপোর্টার -দৈনিক কালের কন্ঠ, শিক্ষক – টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ, উপদেষ্টা – কালের কন্ঠ শুভসংঘ, টঙ্গী থানা শাখা। মোঃ ইমরান হোসেন, প্রতিষ্ঠাতা – মুসাফির ইশকুল, সভাপতি – কালের কন্ঠ, শুভসংঘ, গাজীপুর জেলা শাখা। কাজী মঞ্জুর, সভাপতি – টঙ্গী সরকারি কলেজ, শাখা ছাত্রলীগ। রকি মাহফুজ, আহবায়ক, টঙ্গী থানা – জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন। মোঃ নাইম হোসেন, পরিচালক – দি স্কলার্স কলেজ।
অনুষ্ঠানটি সকাল ১০ টা থেকে শুরু হয়ে অতিথিদের বক্তব্য, পুরস্কার বিতরণ, রসনাবিলাস ও উপহার প্রদানের মাধ্যমে মূল পর্ব শেষ হয়। এরপর অতিথিদের দিক নির্দেশনামূলক বক্তব্যর মধ্য দিয়ে সন্ধ্যায় পর্দা নামে অনুষ্ঠানের।