কবিতাঃ তৃতীয়জন

0
166

তৃতীয়জন
লেখকঃ মোঃ খায়রুল বাশার তুহিন (কিরণ)

 

জন্ম হয়েছে একটি শিশুর,
বাবা-মা রেখেছে নাম।
মানুষের এই বিভেদের কারণে,
খোঁয়া যাচ্ছে তার প্রাণ।
শিশু কালেই পড়েছে বাধা,
করেছে সবাই হেলা।
জন্ম নিয়েই পাপ করেছে,
নিয়তির কি খেলা।
নানাব রকম নাম পেয়েছে,
ডাকে সকল ভাই।
ছোট্ট থেকেই অবহেলিত,
একটু ভিন্ন তাই।
দেহটি তার এক রকম আর,
মনটি তার ভিন্ন।
এই সমাজের সবাই যেন,
করেছে তাকে ছিন্ন।
ছেলের মতো দেখতে তাকে,
মেয়ের মতো সাজে।
মায়ের সাথে সাহায্য করে,
ঘরের নানান কাজে।
সবাই তাকে মেয়ে বলে,
বলে অনেক কথা।
ছেলে হয়ে জন্মিয়ে তার,
এ জীবনটাই বৃথা।
এখানে হেলা, সেখানে হেলা,
জমেছে অনেক ভয়!
ভয় গুলো হার মানিয়ে,
করবে বিশ্ব জয়।
হাটছে দেখি রাস্তার,
মনটি খারাপ করে।
হয়তো তার ঠায় হয়নি,
বাবা-মার সেই ঘরে।
তাদের দেখে প্রশ্ন করে,
আমার অবুঝ মন?
হয়তো তারা উত্তর দিত!
আমরা তৃতীয়জন।

 

মোঃ খায়রুল বাশার তুহিন (কিরণ)
সফিউদ্দিন সরকার একাডেমি এবং কলেজ
একাদশ শ্রেণি, শাখা: গ
রোলঃ ৭২৩০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here