২১ শে শহিদ
মুনতাহা নূর তাসমিয়া
২১ আমার ২১ তোমার
২১ শহিদের দান।
২১শের পেছনে রয়েছে কত মানুষের প্রাণ।
কৃষ্ণচূড়ার ফুল গুলো সব ঝড়ে গিয়েছিল সেদিন
শহিদের রক্তের বিনিময়ে ফিরে পেলাম আমরা এদিন।
ভাষাকে যারা স্বাধীন করতে করলো মৃতু্যবরণ
একুশ এলে আমরা তাদের ফুল দিয়ে করি স্মরণ।
থাকবে তোমরা সবার মনে ভুলবে না কেউ ভাই
বাংলা মায়ের বুকের মাঝে তোমাদের যে ঠাই।
মুনতাহা নূর তাসমিয়া
৮ম শ্রেণী, ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ
রাজেন্দ্রপুর, গাজীপুর