সংগীতশিল্পী মাহমুূদা ইয়াসমিন নিপার একক কন্ঠে গাওয়া নতুন গানের শিরোনাম “কালা”। তিনি গাজীপুরের পল্লী এলাকায় জন্মের পর থেকে বেড়ে ওঠেন। তার গানের প্রতি অনুপ্রানিত হওয়া মূলত বাবা সাংবাদিক কাজী মোঃ মকবুল হোসেনের কাছ থেকে। তার দাদা এবং বাবা উভয়ই গানের সাথে যুক্ত ছিলেন। তার অধ্যয়নরত স্কুল, কলেজ, ওয়ার্ল্ড ভিশন সহ বিভিন্ন গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হন। উচ্চ মাধ্যমিক জীবনের শুরু থেকে তিনি বিভিন্ন কনসার্ট এর মাধ্যমে দর্শকের মন মাতান এবং পরিচিতি বাড়িয়ে তোলেন। তবে গান ই তার একমাত্র সঙ্গী নয়, একজন সংগীত শিল্পীর পাশাপাশি তিনি একজন ছাত্রী। বর্তমানে তিনি পলিটিকাল সায়েন্স বিষয়ে ফাইনাল ইয়ারে অধ্যয়নরত আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। কন্ঠশিল্পী নিপা তার রিলিজ হওয়া এই ” কালা” গানটি দর্শকদের শুনতে অনুরোধ জানিয়েছেন, তিনি আরো বলেন তার এই গানটি দর্শকগনের মন জয় করবে বলে বিশ্বাস, তার আগামীর জন্য শুভকামনা ও দোয়া চেয়ে ভক্তদের নিকট অনুরোধ জানিয়েছেন। এই গানটি লিখেছেন গীতিকার কবি শাহাবুদ্দিন রব্বানী। গানটির সুরকার ও মিউজিক করেছেন শামীম মাহমুদ।