সাব্বির হোসেন, টাংগাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুরে বাস ও কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়া এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাভার্ডভ্যানের চালক চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নগরকান্দি গ্রামের সোলেমানের ছেলে সুরুজ মিয়া (৩২) ও ওষুধ কোম্পানির প্রতিনিধি রাজশাহীর গোদাঘাড়ী উপজেলার লস্করহাট গ্রামের শাজাহান ইসলামের ছেলে মোঃ গোলাম রব্বানী (৩০), টাংগাইলের সখিপুর উপজেলার চতলবাইদয়ের মব্বেজ আলীর ছেলে মান্নান মিয়া (৪২)
বাঁশতৈল পুলিশ ফাঁড়ির (এএসআই) সুরুজ্জামান জানান, দুপুরে সখীপুর উপজেলার গারোবাজার থেকে ছেড়ে আসা একটি বাস গাজীপুরের চন্দ্রার দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে সখীপুরগামী একটি ওষুধ কোম্পানির কভার্ডভ্যান তেলিপাড়া এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৫-৭ জন যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।