সাব্বির হোসেন, টাংগাইল প্রতিনিধিঃ
টাংগাইলের মির্জাপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় লক্ষধিক টাকার মালামালসহ বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে। এই ঘটনা ঘটেছে ২৮ ফেব্রুয়ারি (সোমবার) রাত আনুমানিক ৮:৩০ মিনিটের দিকে মির্জাপুর পৌরসভার নতুন বাইপাস ৩ নং ওয়ার্ড বাওয়ার কুমারজানী এলাকার চেনু মিয়ার বসতবাড়িতে। আগুন লেগে চিনু মিয়ার বাড়ির সকল আসবাবপত্রসহ টিভি, ফ্রিজ, দুইটি সিলিং ফ্যান, বৈদ্যুতিক মিটার ও খাট সহ অন্যান্য জিনিসপত্র মিলে লক্ষাধিক টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। ঘরবাড়ি একেবারে পুড়ে ছাই হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে আশেপাশে থাকা লোকজন ঐ বাড়িতে আগুনের ফুলকা দেখতে পান। পরে প্রতিবেশীদের সহযোগীতায় পানি দিয়ে আগুন নেভাতে থাকেন। তারপর ঘটনা স্থানে এসে ফায়ার সার্ভিস প্রায় এক ঘন্টা চেষ্টা চালানোর পরে আগুন নেভাতে সক্ষম হন।
অন্যদিকে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে হাজির হন টাংগাইল ৭ (মির্জাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) খান আহমেদ শুভ, মির্জাপুর উপজেলার সাবেক ছাত্র লীগের সভাপতি মির আসিফ অনিক, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে বাড়ির ভিতরে ক্ষতিগ্রস্ত জায়গা গুলো পরিদর্শন করেন। তাছাড়াও মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলম চাঁদ উপস্থিত ছিলেন।
মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ বেলায়েত হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। ঘরে থাকা ফ্রিজ থেকে আগুনের সুত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।