দেশী-বিদেশী ব্র্যান্ডের নকল প্রসাধনী ও ঔষধ সামগ্রীসহ ৪ জন গ্রেফতার টঙ্গীতে

0
138
দেশী-বিদেশী ব্র্যান্ডের
দেশী-বিদেশী ব্র্যান্ডের নকল প্রসাধনী ও ঔষধ সামগ্রীসহ ৪ জন গ্রেফতার টঙ্গী

গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়ায় অভিযান চালিয়ে দেশী-বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমান নকল প্রসাধনী ও ওষুধ সামগ্রী উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যার-১ সদস্যরা। শনিবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে গ্রেফতারকৃতদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার চর ভাটপাড়া গ্রামের আশরাফুল হকের ছেলে মারুফুল হক (৩৫), টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার সাইট শইলা গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমান (৪৩), যশোর বাঘারপাড়া থানার বুধপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে আমিনুর রহমান (৪৫) এবং ময়মনসিংহ হালুয়াঘাট থানার জৈনাটী গ্রামের কৃষ্ণ সরকারের ছেলে আনন্দ সরকার (৪৪)।
উদ্ধারকৃত নকল পণ্যের মধ্যে রয়েছে, মেইড ইন ইউএস স্টিকারযুক্ত যরুবি এলোভেরা জেল ও হারবাল ফরমুলাস হলিউড স্টাইল সান ব্লক এপিএফ, ইংল্যান্ডের এনলিভেন ম্যান আফটার সেভ বালম, আয়ারল্যান্ডের ফিজিওজেল হাইপোএলার্জেনিক সেম্পু, পশ্চিম ভারতের গালফা ল্যাবরেটরিজ লিমিটেডের স্কিন ব্রাইট ক্রিম, রিফাইন হোমোকো ল্যাবরেটরি ঢাকা বাংলাদেশ লিমিটেডের ঔষধ, মাই ব্লু লাইফ ই-কমার্স লিমিটেডের ঔষধ ও প্রসাধনী, জিএইচপি ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেডের ঔষধ, মালটি লাইফ প্রাইভেট লিমিটেডের ঔষধ, সিপিএইচডি আয়ুর্বেদিক লি. (সদরপুর ফরিদপুর) বাংলাদেশের ঔষধ, পাইওনিয়ার ল্যাবরেটরিজ (ইউনানী) সাভার বাংলাদেশের ঔষধ, আল সাফা ল্যাবরেটরিজ এর ঔষধ, দি হিমালয়া কোম্পানীর ঔষধ, তুলসী চা কোম্পানীর চা, ইউনিগ্লু কসমেটিকস এন্ড টয়লেটিজ লিমিটেডের ক্রিম, কেইলেন ন্যাচারেল এ্যাডভান্স এন্টি একনি ক্রিম ইত্যাদি।

মামলার বাদী র‌্যাব-১ এর ওয়ারেন্ট অফিসার সালেহ আহমেদ এজাহারে উল্লেখ করেন, একটি অসাধু চক্র বিপুল পরিমান ভেজাল ঔষধ বিক্রির উদ্দেশ্যে মজুদ করেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত ১১ টায় টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া সমাজকল্যান রোড মতিজান প্যালেস ভবনের ৩য় তলার একটি কক্ষে অভিযান চালানো হয়। এসময় ওই ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদকালে ভেজাল ওষুধ মজুদের কথা স্বীকার করেন। পরে তাদের দেখানো মতে বাসায় তল্লাশী চালিয়ে বস্তা ভর্তি বিপুল পরিমান দেশী-বিদেশী প্রসাধনী ও ঔষধ জব্দ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here