ধর্ষণের চেষ্টার অভিযোগে টঙ্গীতে ওয়ার্ড কাউন্সিলর গ্রেপ্তার

0
128
ধর্ষণের চেষ্টার অভিযোগে টঙ্গীতে ওয়ার্ড কাউন্সিলর গ্রেপ্তার

গাজীপুর মহানগরের টঙ্গীতে ধর্ষণের চেষ্টার অভিযোগে ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গতকাল শুক্রবার বেলা ১১টায় নিজ বাস ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফারুক আহমেদ গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯নং ওয়ার্ডের কাউন্সিলর।

জানা যায়, কাউন্সিলর ফারুক আহমেদের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিলো ভুক্তভোগী ওই নারীর। সেই সুবাদে তাদের দুইজনের ঘনিষ্ট মেলামেশাও ছিলো। কাউন্সিলর ওই নারীকে বড় নেত্রী বানাবে বলে প্রোলভন দেখিয়ে গত ২৩ মে তার নিজ বাসায় একা পেয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। ধর্ষণ করতে ব্যর্থ হয়ে হত্যার হুমকি দিয়ে বাসা থেকে পালিয়ে যায় কাউন্সিলর ফারুক আহমেদ।

পুলিশ জানায়, শুক্রবার সকালে ধর্ষনের চেষ্টার একটি অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত কাউন্সিলর ফারুক আহমেদকে আটক করা হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ জানান, এ ঘটনায় বিষয়ে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী। অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here