দেশের মানুষ চায় পদ্মা সেতু শেখ হাসিনার নামেই হোক: কাদের

0
204
দেশের মানুষ চায় পদ্মা সেতু শেখ হাসিনার নামেই হোক: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারা জাতি চাইছে পদ্মা সেতুর নাম শেখ হাসিনার নামে হোক।
তিনি আরও বলেন, পদ্মা সেতু শেখ হাসিনার সাহসের সোনালি ফসল। তাই জাতি চায় পদ্মা সেতু শেখ হাসিনার নামে হোক। মঙ্গলবার (১৭ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে নেত্রীকে আবারও অনুরোধ জানানো হবে। কিন্তু শেখ হাসিনা ও শেখ রেহানা তা চান না। তবে পদ্মা সেতুর নাম যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণ করা না হয়, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসম্মান করা হবে।
তিনি বলেন, গণতন্ত্রকে সুসংগঠিত করতে বাংলার পথ-প্রান্তর চষে বেড়িয়েছেন শেখ হাসিনা। গত ৫০ বছরে সবচেয়ে সৎ রাজনীতিকের নাম শেখ হাসিনা। তিনি না ফিরলে বঙ্গবন্ধু হত্যার বিচার হতো না। জয় বাংলা জাতীয় স্লোগান হতো না। অসাম্প্রদায়িক দেশ গড়া সম্ভব হতো না। এ সময় দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীর সভাপতিত্বে ওবায়দুল কাদের ছাড়াও শীর্ষ নেতারা বক্তব্য দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here