নারী স্বাস্থ্য সচেতনতায় সফিউদ্দিন শাখা

0
89
নারী স্বাস্থ্য সচেতনতায় সফিউদ্দিন শাখা, নারী স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
নারী স্বাস্থ্য সচেতনতায় সফিউদ্দিন শাখা, নারী স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী যেখানে নারী সেখানে তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ বালিকা শাখার উদ্যোগে আয়োজন করে নারী স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান।

এমনিতেই নারীদের শারীরিক সমস্যার শেষ নেই সেই সাথে যদি এই শ্রেণী হয়ে থাকে দারিদ্রতার শিকার তবে তো দুর্ভোগ অসহনীয়। তাই পিছিয়ে পড়া নারীদেরকে সামনে আনার লক্ষ্যে সফিউদ্দীন ও এর আশপাশের ১৬ জন দুস্থ নারীকে দেয়া হয় মাসিক জটিলতার সুরক্ষায় জয়া স্যানিটারি ন্যাপকিন। অনুষ্ঠান পরিচালনায় সামনে থেকে নেতৃত্ব দেয় বালিকা শাখার সভাপতি রেশমা ও সাধারণ সম্পাদক তাসনিম জাহান নওশীন। এসময় অনেকেই লজ্জা ভেঙে সামনে এগিয়ে আসেন আবার অনেকে অনেক প্রতিবন্ধকতার কথা জানান।

সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজের নবনির্মিত আইসিটি ভবনের চারতলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ শুভসংঘ সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ শাখার উপদেষ্টা ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, সিনিয়র শিক্ষক বাবু তপন কুমার পন্ডিত, সিনিয়র শিক্ষক জি. এম. ফারুক, সহকারী অধ্যাপক মোঃ আবদুল মোতালিব, সিনিয়র শিক্ষক মোঃ ইসলাম খান, গণিতের প্রভাষক জহিরুল ইসলাম।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান জানান, “কালের কণ্ঠ শুভসংঘ কে ধন্যবাদ। আশা করি তারা এভাবে ভবিষ্যতেও নারীদের পাশে দাঁড়িয়ে নারী অগ্রযাত্রাকে আরো তরান্বিত করবে।” বিশেষ অতিথির বক্তব্যতে সিনিয়র শিক্ষক জি. এম. ফারুক জানান, “আশা করি ভবিষ্যতে আরো প্রান্তিক পর্যায়ে শুভসংঘ মহিলাদের স্বাস্থ্য সচেতন করতে উদ্যোগ নিবে।” বিশেষ অতিথি সহকারী শিক্ষক বাবু তপন কুমার পন্ডিত এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ বালিকা শাখার শিক্ষার্থী উপদেষ্টা জান্নাত আলম এশা, সহ সাংগঠনিক সম্পাদক মেহনাজ আফরিন, সহ অর্থ সম্পাদক জাহান আলম নিশী, টঙ্গী থানা শাখার সভাপতি আবু সালেহ মুসা, সাধারণ সম্পাদক ওবাইদুল ইসলাম রাসেল, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান ও সদস্য হোসনে আরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here