অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হলো গাজীপুরে

0
121
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হলো গাজীপুরে

গাজীপুরের ছয়দানা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

আজ শনিবার সকাল সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানের নেতৃত্ব দেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান। এসময় অবৈধ গ্যাস সংযোগে সহায়তা ও ব্যবহারের অভিযোগে দুই জনকে আটক ও দুইশ’ অবৈধ চুলা ও সরঞ্জাম জব্দ করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গাজীপুর জোনের ব্যবস্থাপক নৃপেন্দ নাথ বিশ্বাস জানান, ছয়দানা ও ডেগেরচালা এলাকায় অবৈধ গ্যাস সংযোগ রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ গ্যাস সংযোগ ও ব্যবহারের দায়ে দুজনকে আটক করা হয়। এছাড়া অভিযানে ১০টি পয়েন্ট থেকে দুইশ’ গ্যাসের চুলা, পাইপ ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, আর্মড পুলিশ ও তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here