টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে বিএনপি-জামায়াত কর্তৃক কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনসমূহের বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়েছে।
আজ শনিবার (৪ জুন) সকাল ১১টায় উক্ত বিক্ষোভ সমাবেশ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে অনুষ্ঠিত হয়েছে।মিছিলটি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৭ মির্জাপুরের সংসদ সদস্য খান আহমেদ শুভ এমপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত,সাবেক সহ সভাপতি মোশাররফ হোসেন মনি,জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান বাবুল,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌফিকুর রহমান তালুকদার রাজীব, সৈয়দ ওয়াহিদ ইকবাল, মাজহারুল ইসলাম শিপলু,সাবেক দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন,টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সহ সম্পাদক মীর মঈন হোসেন রাজীব,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবিদ হোসেন শান্ত,সাবেক আহ্বায়ক জিএস সেলিম,উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, মির্জাপুর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোবারক হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা,পৌরসভা,ইউনিয়ন ওয়ার্ড আওয়ামিলীগের নেতৃবৃন্দ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দরা কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন