পবিত্র শবে বরাত কাল

0
101
পবিত্র শবেবরাত কাল
পবিত্র শবেবরাত কাল

আগামীকাল মঙ্গলবার পবিত্র শবেবরাত। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি ধর্মপ্রাণ মুসলিমদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি রাত। ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত আর ‘বরাত’ শব্দের অর্থ মুক্তি। আরবিতে ‘লাইলাতুল বরাআত’ বা মুক্তির রাত বলা হয়।

সারা বিশ্বের মুসলিমরা নামাজ, রোজা, জিকির, তিলাওয়াতসহ বিভিন্ন ইবাদতের মাধ্যমে রাতটি কাটিয়ে থাকেন। মহান আল্লাহর কাছে বাবা-মা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, সমাজ-রাষ্ট্র ও পুরো বিশ্বের সুখ-শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন সবাই।

শবেবরাত উপলক্ষে পুরো মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বাণীতে রাষ্ট্রপতি বলেছেন, ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য ইসলামের সুমহান আদর্শ আমাদের পাথেয়। শবেবরাতে আমরা সর্বশক্তিমান আলস্নাহর কাছে তাঁর অশেষ অনুগ্রহ কামনার পাশাপাশি দেশ ও জাতির জন্য অব্যাহত অগ্রগতি ও কল্যাণের প্রার্থনা জানাই।

প্রধানমন্ত্রী তাঁর বাণীতে পবিত্র শবেবরাতের মহাত্মে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

শবেবরাত উপলক্ষে আগামীকাল মাগরিব ও এশার পর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here