আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজনে গাজীপুরে প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।আজ বিকেলে দিবসটি উপলক্ষে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন মন্ডলের নেতৃত্বে মহানগরীর বোর্ড বাজার এলাকায় বর্ণিল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা বাবুল হোসেন মন্ডল, কাউন্সিলর প্রার্থী জামাল খান, কাউন্সিলর প্রার্থী হারুন সিপাই, আওয়ামী লীগ নেতা হাজী আমির হোসেন ভুট্টো, জহিরুল হক, ইকবাল হোসেন মোল্লা,মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ুন কবির রাজ মণ্ডল, খন্দকার শামসুল হক,গাছা থানা কৃষকলীগ সভাপতি শাহাজালাল তরুণ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন,যুবলীগ নেতা ডাক্তার কাজী শরীফ,যুবলীগ নেতা এম এম সোহেল রানা,মহানগর মৎস্যজীবী লীগের সদস্য সচিব আসাদুল কবির, মৎস্যজীবী লীগ নেতা আবদুল হালিম খান, গাছা থানা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ নবিন হোসেন,সাধারণ সম্পাদক শামসাদ আহমেদ খান রুবেল, তাঁতী লীগ নেতা ইউসুফ খান, রাসেল আহমেদ রাজ। অনুষ্ঠানে মহানগর গাছা থানা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়। এসময় বক্তারা বলেন, সামরিক সরকারের নাগপাস থেকে গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করেন। তার হাতেই গণতন্ত্র, ভোটের ও মানুষের অধিকার নিরাপদ।