টাঙ্গাইল-৭ আসনে উপনির্বাচনে নৌকার জয়

0
302
টাঙ্গাইল-৭ আসনে উপনির্বাচনে নৌকার জয়
টাঙ্গাইল-৭ আসনে উপনির্বাচনে নৌকার জয়

সাব্বির হোসেন, টাংগাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইল ৭ আসনের উপনির্বাচনে জয় পেল বাংলাদেশ আওয়ামীলীগ প্রার্থী খান আহমেদ শুভ। দ্বিতীয় স্থান অর্জন করেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জহিরুল ইসলম জহির। তবে ভোটের অংকে আওয়ামীলীগ প্রার্থী বিজয়ী প্রার্থীর থেকে অনেকটা দূরে অবস্থান করেছেন।

টাঙ্গাইল ৭ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহেদুন্নবী চৌধুরী স্বাক্ষরিত বেসরকারী ফলাফল থেকে জানা যায়, এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খান আহমেদ শুভ পেয়েছেন ১ লক্ষ ৪ হাজার ৫৯ ভোট। নিকটতমবর্তী প্রতিদ্ব জাতীয় পার্টির জহিরুল ইসলাম জহির লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৭৭৩ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম নুরু মোটরগাড়ি প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৩৬ ভোট, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত গোলাম নওজব চৌধুরী পাওয়ার হাতুরী প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৪৫ ভোট ও বাংলাদেশ কংগ্রেস পার্টি মনোনীত রুপা রায় চৌধুরী ডাব প্রতীকে পেয়েছেন ৪৩৮ ভোট।

উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহেদুন্নবী চৌধুরী স্বাক্ষরিত বেসরকারী ফলাফল থেকে জানা যায়, মোট ভোট পড়েছে ১ লক্ষ ২৪ হাজার ৭৫১ ভোট। যা মোট ভোটারের ৩৬ শতাংশ বলে হিসেব করে দেখা যায়।

মির্জাপুরে ৭ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৪০ হাজার ৩৭৯ জন। এদের মধ্যে নারী ভোটার সংখ্যা ১ লক্ষ ৭০ হাজার ৫০১ জন ও পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৬৯ হাজার ৮৭৮ জন। যাদের মধ্যে ৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
গত ১৬ নভেম্বর এই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একাব্বর হোসেনের ইন্তেকালের পর আসনটি শুন্য ঘোষিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here