সাব্বির হোসেন, টাংগাইল প্রতিনিধিঃ
পঞ্চম ধাপে বুধবার (৫ জানুয়ারি ২০২২ ইং তারিখ) ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামীলীগে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীদের ভরাডুবি হয়েছে। ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা ৩, বিদ্রোহী ২, স্বতন্ত্র ৩ জন নির্বাচিত হয়েছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের ভরাডুবি হওয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক নেতা অভিযোগ করেছেন, তৃনমুলসহ নেতাদের মধ্যে ক্ষমতার দ্বন্ধ এবং অভ্যন্তরীন কোন্দলের কারনেই চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীদের ভরাডুবি হয়েছে।
এদিকে ৮ ইউনিয়নে প্রাপ্ত ফলাফলে নির্বাচিত চেয়ারম্যানগন হলেন, ০১ নং মহেড়া ইউনিয়নে আওয়ামীলীগের বিভাস সরকার নুপুর (নৌকা), ০৭ নং ওয়ার্শি ইউনিয়নে আওয়ামীলীগের মোঃ মাহবুব আলম মল্লিক হুরমহল (নৌকা), ১০ নং গোড়াই ইউনিয়নে আওয়ামীলীগের আলহাজ্ব মোঃ হুমায়ুন কবীর (নৌকা), ৬ নং আনাইতারা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মোঃ আবু হেনা মোস্তফা কামাল ময়নাল হক (ঘোড়া), ১৩ নং বাঁশতৈল ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হেলাল দেওয়ান (চশমা), ৫ নং বানাইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকী (ঘোড়া), ০২ নং জামুর্কি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ডি এ মতিন (আনারস) এবং ০৮ নং ভাতগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র মোঃ আজাহারুল ইসলাম আজাহার (আনারস)।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জহির বলেন, ৮ ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ৩ জন, আওযামীলীগ বিদ্রোহী ২ জন, বিএনপির সমর্থিত স্বতন্ত্র ২ জন এবং জাসদ সমর্থিত স্বতন্ত্র ১ জন নির্বাচচিত হয়েছেন।