সাব্বির হোসেন, টাংগাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় জেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক মীর মঈন হোসেন রাজীবের উদ্যোগে আগামী ১৬ ই জানুয়ারি টাঙ্গাইল -৭ (মির্জাপুর) সংসদীয় আসনে উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভর নির্বাচনী মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৩ই জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার গোড়াই এলাকায় এই আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর পূর্বে জেলা আওয়ামী যুবলীগের সহ সম্পাদক মীর মঈন হোসেন রাজীবের নেতৃত্বে প্রায় ৩-৪ হাজার লোক নিয়ে একটি বিশাল মিছিল দেয়া হয়।
শিক্ষাবিদ মীর লাবুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ গোপালপুর-ভুয়াপুর আসনের মাননীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি এমপি, উদ্বোধক উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, জেলা শ্রমিকলীগের সভাপতি মীর দৌলত হোসেন বিদ্যুৎ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, কেন্দ্রীয় ছাত্রলীগেরর সহ- সম্পাদক মীর সাব্বির পার্থ, টাংগাইল জেলা সাবেক ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, গোড়াই ইউনিয়ন (পূর্ব) আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন ভুইয়া ঠান্ডু, গোড়াই ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শওকত হোসেন ফালু সহ বিভিন্ন নেতৃবৃন্দ। নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে অনুষ্ঠানে সবাই বক্তব্য রাখেন।