সাব্বির হোসেন, টাংগাইল প্রতিনিধিঃ
মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নে আজ বিকেল ৪ ঘটিকার সময় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি বাঁশতৈল আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তিতা করেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরিফ মাহমুদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোতালেব হোসেন, সাধারন সম্পাদক সুবহান খান, যুবলীগের সদস্য ফেরদৌস আলাম পাহাড়ি, বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আফজাল হোসেন, সাবেক যুবলীগের সভাপতি জাকির হোসেন, যুবলীগের সভাপতি লুৎফর রহমান কলিন, সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলু, যুব লীগের সহ-সভাপতি নাহিদুজ জামান প্রিন্স, যুগ্মসাধারণ সম্পাদক রফিক সিকদার, ছাত্র লীগের সভাপতি আবিদ সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দ্বিতীয় অধিবেশন মির্জাপুর উপজেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ ঘোষণা করেন সভাপতি সিদ্দিকির রহমান ও সাধারণ সম্পাদক শংকর।