মির্জাপুর ৭ সংসদীয় আসনে উপ-নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের কর্মী সমাবেশ

0
343

সাব্বির হোসেন, টাংগাইল প্রতিনিধিঃ

টাংগাইলে-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভকে বিজয়ী করার লক্ষে কর্মী সমাবেশ করেন উপজেলার বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগ।

বৃহস্পতিবার বিকেলে খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে বাঁশতৈল আওয়ামী লীগের সভাপতি আজাহারুল ইসলামের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন টাংগাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে প্রদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম ( ভিপি জোয়াহের) এম.পি সাধারণত সম্পাদক, টাংগাইল জেলা আওয়ামীগ, মির্জাপুর -৭ আসনের উপনির্বাচনের নৌকার মনোনয়ন প্রার্থী খান আহমেদ শুভ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু।

সেই সাথে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, বাঁশতৈল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু,টাংগাইল জেলা আওয়ামীগের কার্যনির্বাহী সদস্য মেজর ( অব) খন্দকার হাফিজ,টাংগাইল জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক,উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মনজুরুল কাদের বাবুল, কেন্দ্রীয় ছাত্র লীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আলী ইমতিয়াজ সোহান,কালিহাতি উপজেলার সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী(এমপি) , সখিপুর উপজেলার সাবেক ( এমপি) অনুপম শাহজাহান জয়,কালিয়াকৈর উপজেলার সাধারন সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা যুবলীগের আহব্বায়ক শামীম আল মামুন, কেন্দ্রীয় ছাত্র লীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি,কেন্দ্রীয় ছাত্র লীগের সহ- সম্পাদক মীর সাব্বির পার্থ,তাহরিম হোসেন সিমান্তসহ উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা, উপজেলার নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাঁশতৈল ইউনিয়নের সাবেক ছাত্র লীগের সভাপতি শহিদুল ইসলাম সেলিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here