বড় বিপদের মুখে Google Chrome ব্যবহারকারীরা! সতর্ক করল কেন্দ্রীয় সরকার

0
231
বড় বিপদের মুখে Google Chrome ব্যবহারকারীরা! সতর্ক করল কেন্দ্রীয় সরকার

Google Chorom এবং Mozilla ব্যবহারকারীদের সতর্ক করল কেন্দ্রীয় সরকার। কারণ এমন কিছু ত্রুটি খুঁজে পাওয়া গেছে যেগুলি ওই দুই ব্রাউজ়ারের নিরাপত্তায় সমস্যা তৈরি করতে পারে। কোনও ম্যালওয়ার ওই ত্রুটি বা তার জন্য তৈরি হওয়া ফাঁক ফোকর খুঁজে কোনও সিস্টেমে হামলা চালাতে পারে। ফলে সমস্যায় পড়বেন ব্যবহারকারীরা। তাই কেন্দ্রীয় সরকারের Computer Emergency Response Team (CERT-In)-র তরফে সতর্ক করা হয়েছে। জানানো হয়েছে যত দ্রুত সম্ভব ক্রোম আপডেট করা প্রয়োজন।

নিয়মিত ভাবে ইন্টারনেটের উপর নজরদারি চালায় CERT-In। এই সংস্থাটির কাজ হল ইন্টারনেটে কোনও ত্রুটি বা ম্যালওয়ার খুঁজে পেলে তা নিয়ে সাধারণ ব্যবহারকারীদের সতর্ক করা। এবং সেখান থেকে কীভাবে তারা সুরক্ষিত থাকবে সেবিষয়ে নিশ্চিত করা। সম্প্রতি যে ম্যালওয়ারটির খোঁজ পাওয়া গেছে তা “High Risk” হিসেবে চিহ্নিত করা হয়েছে।

CERT-In র তরফে জানানো হয়েছে, যাঁরা Chrome OS-এর 96.0.4664.209-র আগের কোনও ভার্সন ব্যবহার করেন তারা এই ধরনের সমস্যার মুখে পড়তে পারেন। এবং তাদের কম্পিলউটারে ম্যালওয়ার ঢুকে তথ্য চুরি করে নিতে পারে। যে ত্রুটিগুলির খোঁজ পাওয়া গেছে সেগুলির নাম CVE-2021-43527, CVE-2022-1489, CVE-2022-1633, CVE-202-1636, CVE-2022-1859, CVE-2022-1867 এবং CVE-2022-23308। টেক জায়ান্ট Google এগুলির নামকরণ করেছে।

Google-এর তরফে এই সংক্রান্ত একটি ব্লগপোস্ট করা হয়েছে। এবং তাতে জানানো হয়েছে, পুরো বিষয়টি তাদের নজরে এসেছে। এবং ত্রুটিমুক্ত করার জন্য তাদের সংস্থার বিশেষজ্ঞরা কাজ করছে। এবং বিভিন্ন প্যাচ ফাইল ব্যাবহারকারীদের কাছে পাঠানো হচ্ছে।

Google-এর তরফে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব ব্যবহারকারীরা যেন তাদের Chromebook আপডেট করে দরকার। লেটেস্ট ভার্সনে আপডেট করলে আর কোনও সমস্যা হবে না বলে জানিয়েছে তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here