মহাকাশ স্টেশনে পৌঁছেছে চীনা বিজ্ঞানীরা

0
372
মহাকাশ স্টেশনে পৌঁছেছে চীনা বিজ্ঞানীরা
মহাকাশ স্টেশনে পৌঁছেছে চীনা বিজ্ঞানীরা

চীনের নতুন স্পেন স্টেশন বা মহাকাশ কেন্দ্রে সফলতার সঙ্গে পৌছেছেন দেশটির বিজ্ঞানীরা। এ যাবতকালের মধ্যে এটিই তাদের সবচেয়ে দীর্ঘ সময়ের মানববাহী মিশন। বৃহস্পতিবার ওই সব বিজ্ঞানী মহাকাশ স্টেশনে পৌঁছেছেন। আর এর মধ্যদিয়ে নিজেকে বিশ্বের মহাকাশ গবেষণার বড় এক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে চীন।

বার্তা সংস্থা এএফপি এই সংবাদ দিয়ে জানায়, যাত্রীবাহী লং মার্চ-২এফ রকেটটি চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় গোবি মরুভূমির জিউকুয়ান উড্ডয়ন কেন্দ্রে থেকে উড্ডয়ন করে। এর প্রায় সাত ঘন্টা পরে তা তিয়াঙ্গোঙ্গ স্টেশনে সফলভাবে যুক্ত হয়। এসব বিজ্ঞানী ওই মহাকাশ স্টেশনে অবস্থান করবেন আগামী তিন মাস। তাদের উড্ডয়নকালে রকেটের ভিতরে দৃশ্য সরাসরি সম্প্রচার করে সিসিটিভিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here