দীর্ঘদিন বাংলাদেশ সিনিয়র ক্রিকেট দলের হয়ে লাল বলের ক্রিকেটে খেলতে দেখা যায়নি তাদের অন্যতম সেরা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। চলতি আইপিএলে তিনি খেলছেন রাজস্থান রয়্যালস দলের হয়ে। মোটামুটিভাবে ধারাবাহিক তার পারফরম্যান্স। বলা ভালো সেই কারণেই দেশের মাটিতে চলতি শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে অর্থাৎ ঢাকায় তাকে খেলতে আহ্বান করা হয়েছিল কিন্তু সেই আহ্বান নাকি ফিরিয়ে দিয়ে খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন মুস্তাফিজ।
শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে খেলার জন্য মুস্তাফিজুর রহমানকে ডেকে পাঠানো হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফে। কিন্তু সেই আহ্বান প্রত্যাখ্যান করেছেন মুস্তাফিজুর রহমান! একের পর এক ক্রিকেটারের চোট। আর সেই কারণেই বাংলাদেশের পেস আক্রমণ সমস্যার মধ্যে রয়েছে। দ্বিতীয় টেস্টের আগেই তাসকিনের পর ছিটকে গিয়েছেন শরীফুল। ফলে বিসিবি চেয়েছিল আসন্ন ঢাকা টেস্টে মুস্তাফিজুর রহমানকে খেলাতে। কিন্তু টানা ক্রিকেট খেলার ফলে এখন আর টেস্ট ক্রিকেট খেলতে চান না মুস্তাফিজুর।